আচ্ছা “পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি” তাই না….?কথাটি কি আসলেই সঠিক নাকি সঠিক নয়? নাকি আংশিক সঠিক নাকি পুরোপুরি ঠিক না? আসলে কোনটা???পরিশ্রম কখনো কখনো পণ্ডশ্রম হয় না, আবার কেউ বলে পণ্ডশ্রম ও হয়। তাহলে কোনটা??? ★এই বিষয়ে আপনাদের অভিমতগুলো জানতে চাই…★আমার অভিমতটা আমি দিয়ে দিচ্ছিঃ আমার মতে প্রবাদটা এরকম হলে ভালো হতো – ” উপযুক্ত জায়গায় যথার্থ পরিশ্রম প্রদানই সৌভাগ্যের চাবিকাঠি “। আম গাছ লাগিয়ে, কাঁঠালের আশা করা যেমন বোকামি,, তেমনি কলুর বলদের মতো পরিশ্রম করে যাওয়াটাও অনেক ক্ষেত্রে বোকামি বলে আমি মনে করি। গাধা যেমন সর্বোচ্চ ও সর্বাধিক শ্রমের বিনিময়েও তার মূল্যায়ন ও সম্মান পায়না, ঠিক তেমনি জায়গামত সর্বোত্তম শ্রম দিতে না পারলে তার মূল্যায়ন বা সম্মান পাওয়া যায় না। আর সফলতা তো অনেক দূরের কথা। তাই আমাদেরকে শ্রমের সর্বোচ্চ মূল্যায়নের জন্য যথার্থ জায়গায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।
Add comment